মন আমার

মন আমার

তবুও স্বপ্ন বাঁচে প্রতিদিন,
আলো খোঁজে মেঘের গহীনে।
দুঃখের স্রোতে ভেসে চলে মন,
আবারও খুঁজি আশার বাতাসে জীবন।

নিশীথ রাতে জাগে এক ব্যথা,
অন্ধকারে মিশে যায় সব কথা।
তবুও মন চায় ভালোবাসার ছোঁয়া,
দূর আকাশে জ্বলে চেনা এক জোড়া।

হারিয়ে গিয়েও খুঁজি পথের দিশা,
আলো আসবেই, এই তো বিশ্বাস।
যদি মন না থাকে, কাকে বলি আপন?
তবুও প্রেম বলে, “আমি তো চিরন্তন।”

সময়ের স্রোতে ভাঙে বহু সেতু,
তবুও হৃদয়ে রয়ে যায় কিছু।
মনের মানুষ কি মনেই থাকে?
নাকি সে লুকিয়ে হৃদয়ের আঁধারে?